• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ১২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ১২:২৯ পিএম

কুষ্টিয়ায় দুই ভাই হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় দুই ভাই হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ভেড়ামারায় বোনকে ইভটিভিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া এ মামালায় সাতজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।    

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতে পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এসময় প্রতিবাদ করায় দুইভাইকে পিটিয়ে হত্যা করেন। এর পরদিন নিহতের ভাই জাকারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কেএসটি


 

আরও পড়ুন