• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:৫০ পিএম

প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন হয়েছে : স্পিকার

প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন হয়েছে : স্পিকার
বিজয়ী এক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  -  ছবি : জাগরণ

প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) অনুষ্ঠিত বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার আরো বলেন, সারাদেশে দরিদ্র প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্নভাবে অর্থ প্রদান করে সহায়তা করা হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের যে ধারা চলমান রয়েছে, সে ক্ষেত্রেও প্রতিবন্ধী মানুষের সুযোগ-সুবিধার কথা সরকার বিবেচনা করছে। তারা যেন কোনো রকম পিছিয়ে না পড়ে, এ জন্য সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণে সুবর্ণা ফাউন্ডেশন নামের একটি প্রতিবন্ধী ফাউন্ডেশন স্থাপন করেছে বলেও জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিআরসির বাংলাদেশের হেড অব ডেলেগেশন পিয়ের দ্যোখব, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর, নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

এনআই

আরও পড়ুন