• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা ঋণের কারণে ব্যবসায়ীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা ঋণের কারণে ব্যবসায়ীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (৫০) নামের রড-সিমেন্ট ব্যবসায়ী ব্যাংকঋণে হতাশ হয়ে নিজের একনলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারস্থ জনতা ব্যাংকের সামনে তার ব্যবসাপ্রতিষ্ঠানের দোতলায়।

নিহত এনামুল হক শহরের পুরাতন বাজারের সাজ্জাদ এন্ড সন্সের মালিক এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে।

রাজশাহী থেকে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সিআইডির ক্রাইম সিনের ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষে মৃতদেহ বের করে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণখেলাপির দায়ে মামলায় আজ (বুধবার) তার হাজিরার দিন ছিল।

এনআই

আরও পড়ুন