• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২০, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২০, ০৪:০৮ পিএম

শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা সরকারি বিপণন সংস্থা-টিসিবি শনিবার (৯ মে) থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রমজানে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে সারাদেশে ২৫ টাকা কেজি দরে পেয়াঁজ বিক্রি করবে টিসিবি।

মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে দেশের ৫০০টি স্থানে ট্রাকে ও ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। পণ্য বিক্রিতে যাতে কোথাও অনিয়ম না হয়, সেজন্য আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি।

দেশে আগে থেকেই প্রস্তুতি নেয়ায় অন্তত চার মাস নিত্যপণ্যের কোনও সঙ্কট হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ রয়েছে।

রমজান উপলক্ষে অন্য বছরের চেয়ে এবার ১০ গুণ বেশি পণ্য মজুদ করা হয়েছিল দাবি করে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে টিসিবি ভালো সেবা দিতে পেরেছে।

এসএমএম

আরও পড়ুন