• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২০, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২০, ০৩:৫৩ পিএম

কোভিড-১৯

কেনাকাটা করতে হলে মানতে হবে যে নিদের্শনাগুলো

কেনাকাটা করতে হলে মানতে হবে যে নিদের্শনাগুলো

সারাদেশে ১০ মে (রোববার) থেকে সীমিত আকারে মার্কেট বা শপিংমল  খুলে দেয়ার ঘোষণার পর এবার ক্রেতা-বিক্রেতাদের জন্য দেয়া হয়েছে ৯ টি নির্দেশনা। কেনাকাটা করতে হলে এসব নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তথ্য অধিদফতরের দেয়া নির্দেশনাগুলো হলো—

● হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

● ফুটপাতে বসতে দেয়া হবে না অস্থায়ী কোনও দোকান।

● প্রতিটি মার্কেট বা শপিংমলে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

● ক্রেতা ও বিক্রেতাকে মানতে হবে শারীরিক দূরত্ব। 

● মাস্ক না পরে কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না।

● বিক্রেতা ও দোকান কর্মচারীকেও পরতে হবে মাস্ক ও গ্লাভস।

● শপিংমলে আসা যানবাহনগুলোকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

● প্রতিটি শপিংমল বা বিপণিবিতানের সামনে স্বাস্থ্যবিধির সতর্কবাণী ঝুলিয়ে রাখতে হবে।

এসএমএম

আরও পড়ুন