• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০, ০৭:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০, ০৭:২২ পিএম

সিলগালা কারখানা, মালিককে দুই লাখ টাকা জরিমানা

সিলগালা কারখানা, মালিককে দুই লাখ টাকা জরিমানা
নাবহান কেমিক্যাল ইন্ড্রাট্রিজ নামে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ছবি-জাগরণ

পাবনা চাটমোহর উপজেলা সীমান্তবর্তী গ্রাম খৈরাশ ভাঙ্গাপাড়ায় থাকা একটি কেমিক্যাল কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) র‌্যাব-১২ (পাবনা)’র ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

কারখানাটির নামকরণ ছিল নাবহান কেমিক্যাল ইন্ড্রাট্রিজ। গ্রামটির বাসিন্দা আব্দুর রাজ্জাক কারখানাটি চালু করেন। সিলগালা করে দেওয়ার আগে কারখানাটিতে বিভিন্ন ভোগ্যপন্য উৎপাদন ও প্যাকেটজাতসহ বাজারজাত করতেন তিনি। 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানকালে কারখানাটিতে ভেজাল পণ্য উৎপাদন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেবেল না থাকা, অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় এ জরিমানা করা হয়।

আমিনুল কবীর তরফদার আরও জানিয়েছেন, আব্দুর রাজ্জাক কারখানায় বেআইনিভাবে কার্যক্রম চালাচ্ছেন, গোপন সংবাদ ছিল তাদের কাছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে তিনি ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন