• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০, ১২:১১ পিএম

কুরগাঁওয়ে লাউয়ের বাম্পার ফলনে খুশি চাষিরা

কুরগাঁওয়ে লাউয়ের বাম্পার ফলনে খুশি চাষিরা
অধিক বাম্মার ফলনে মাচায়-মাচায় ঝুলছে লাউ। ছবি- জাগরণ

ঠাকুরগাঁওয়ে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। গ্রাম-গঞ্জে লাউয়ের চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকেরা। মাচায়-মাচায় ঝুলছে লাউ। অল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে খুশি চাষিরাও।

জেলা সদরের ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী গ্রামের জীবন রায় (৫০) জানান, সবজি চাষ করে দূর করেছেন পরিবারের অভাব। এই মৌসুমে এক বিঘা জমিতে লাউয়ের চাষ করে প্রথমবার ছিঁড়েছেন প্রায় ৫০০টি লাউ। বাজারে তা বিক্রি করেছেন প্রতিটি ৩০-৩৫ টাকায়। মোট ১৭ হাজার ৫০০ টাকা পেয়েছেন।

একই গ্রামের সচিন চন্দ্র রায় (২৮) জানান, এবার ৩০ শতক (এক বিঘা) জমিতে লাউয়ের চাষ করে প্রায় ৭০ হাজার টাকা আয় করেছেন।

পীরগঞ্জ উপজেলার ঘিডোপ গ্রামের বাসিন্দা পবিরুল ইসলাম জানান, ১৫ শতক জমিতে লাউ চাষ করে এখন পর্যন্ত ৫৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। এখনও লাউয়ের গাছ তরতাজা আছে। সেখান থেকে অনেক টাকার লাউ বিক্রি করতে পারবেন। এক বিঘায় ২০-২৫ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার মাটি লাউ চাষের জন্য উপযোগী। লাউ একটি প্রিয় সবজি। বছরের সব সময়ে লাউয়ের চাষ করা যায়। জেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে সবজির চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এ পর্যন্ত ৫০০ হেক্টর জমিতে লাউ চাষ করেছে কৃষকেরা। 

জাগরণ/এমএইচ

আরও পড়ুন