• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৮:৪৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ১১:১৮ এএম

ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেন স্ত্রী

ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেন স্ত্রী

সিলেট জেলা জজ আদালতের আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী শিপা বেগম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরকীয়ার জেরে স্বামী আনোয়ার হোসেনকে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ জুন) বিকেলে রিমান্ড শেষে সিলেট মুখ্য মহানগর আদালতে হাজির করলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিপা বেগম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, “পরকীয়ার জেরে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহির সহযোগিতায় শিপা বেগম ঘুমের ট্যাবলেট খাইয়ে তার স্বামীকে হত্যা করার কথা আদালতে স্বীকার করেছেন। তিনি গত ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন। ২৯ এপ্রিল আনোয়ার হোসেনকে ঘুমের ওষুধ খাওয়ান। এতে তিনি মারা যান।”

গত ২ জুন রাতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় তার স্ত্রী শিপা বেগমকে সিলেট নগরীর তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১ জুন থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই সিলেট সদর উপজেলার শিবের বাজারের দীঘিরপার গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন।

মামলায় পরকীয়া প্রেমের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এতে নিহতের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও নিহতের স্ত্রী শিপা বেগমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া মোট ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার মারা যাওয়ার ১০ দিন পরই শিপা বেগমের অন্যত্র বিয়ে করার খবর পান আনোয়ারের ভাই মনোয়ারসহ স্বজনরা। এ ব্যাপারে জানতে চাইলে শিপা বেগম দেবর মনোয়ার হোসেনকে জানান, তার বর্তমান স্বামী পূর্বপরিচিত। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এর জের ধরে পরিবারের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন