• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৯:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৯:১৯ পিএম

সারাদেশে ৯৫টি বাজারে ভোক্তা অধিকারের অভিযান-জরিমানা

সারাদেশে ৯৫টি বাজারে ভোক্তা অধিকারের অভিযান-জরিমানা
সংগৃহীত ছবি

সারাদেশে ৯৫টি  বাজারে (পাইকারি ও খুচরা) , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযানে ১৩৭টি ব্যবস্থা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ওই প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, রোজিনা সুলতানা, মাগফুর  রহমান, ইন্দ্রানী রায়  ও মাহমুদা আক্তার।

ঢাকা মহানগরীতে অধিদফতরের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে  ২২টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালিত হয়।

ঢাকার বাইরে বিভাগে উপপরিচালক ও জেলায় সহকারী পরিচালক নেতৃত্বে ৭৩টি বাজারে অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, পবিত্র রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম চলছে।  রমজানে ও দেশের এই ক্রান্তিলগ্নে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য  ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি।

এসএমএম

আরও পড়ুন