• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:১৫ পিএম

জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রশাসনের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটে তারা এ ঘোষণা দেন।

আন্দোলন স্থগিত করা শিক্ষার্থীরা বলছেন, “আমাদের আন্দোলনের ছিলো সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার করা। সেই সঙ্গে নিরাপত্তার জন্য আমাদের হলে থাকতে দিতে হবে। আমাদের এসব দাবি প্রশাসন এবং প্রক্টোরিয়াল বডি মেনে নিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিচার হতে সময় লাগে বলে তারা সময় চেয়েছেন, তারা আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আমাদের কর্মসূচি এবং আন্দোলন স্থগিত করছি।”

হলে থাকার বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা এখনো সিদ্ধান্ত নেয়নি। ক্যাম্পাসের আশেপাশের এলাকায় থাকা নিরাপদ নয় বলে তারা এখনই হল ছেড়ে দিচ্ছেন না। হলে থাকার সিদ্ধান্তটি বহাল রেখেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. দীপু মনি পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত দেন। তিনি জানান, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় গুলোর ক্লাস শুরু হবে এবং ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন