• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২০, ০৪:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২০, ০৪:০৩ পিএম

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ করার সুপারিশ সিপিডি’র

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ করার সুপারিশ সিপিডি’র
ফাইল ছবি

আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার সুপারিশ করেছে সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) নিবার্হী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

সেই সঙ্গে করোনা পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থা নাগরিকদের চাহিদা মেটানোর মতো করে সাজানোর প্রস্তাবও করেছে সংস্থাটি।

শনিবার (৯ মে) ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এসব সুপরিশ তুলে ধরে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানটি।

আলোচনায় বলা হয়, রাজস্ব আদায়ে ধীর গতির কারণে আগেই ১ লাখ কোটি টাকার বেশি ঘাটতির পূর্বাভাস দিয়েছিল সিপিডি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

 

এমন অবস্থায়, আগামী বাজেটের ঘাটতি মেটাতে বিদেশি অর্থায়নে গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সিপিডি বলছে, নিত্যপণ্যের দেশীয় উৎপাদন, চাহিদা মাথায় রেখে, খাদ্য পণ্যের আমদানি শুল্ক কমানো উচিত। একইভাবে চলতি অর্থবছরে কিস্তি আকারে রাজস্ব আদায়ের পরামর্শও দিয়েছে এ সংস্থা।

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত দুই শতাংশ বরাদ্দ, কৃষি খাতে কমপক্ষে ৩ শতাংশ বরাদ্দ ও সামাজিক নিরাপত্তা খাতের বলয় বাড়িয়ে বরাদ্দ বাড়ানোর তাগাদা দেয়া হয় মিডিয়া ব্রিফিংয়ে।

বলা হয় পরোক্ষ কর নয় বরং প্রত্যক্ষ করের ওপর জোর দিতে হবে একই সাথে করফাঁকি ও টাকা পাচার বন্ধে কঠোর নজরদারি বাড়াতে হবে। কালো টাকা সাদা করার সুযোগও রাখা যাবে না।

এসএমএম

আরও পড়ুন