• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০২:২০ পিএম

আসছে ‘অবতারে’র আইটেম সং ‘রঙিলা বেবী’

আসছে ‘অবতারে’র আইটেম সং ‘রঙিলা বেবী’

ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘অবতার’ চলচ্চিত্রের আইটেম সং ‘রঙিলা বেবী’। আগামীকাল রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় অবমুক্ত করা হবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে। আর চলচ্চিত্রটি দেশব্যাপী মুক্তি পাবে আগামী ১৩ সেপ্টেম্বর।

‘বন্ধ যত মনের দুয়ার খুলে দে আজ।
নাচতে নেমে ঘোমটা কিসের, 
কিসের এতো লাজ?’

তারিক তুহিনের এমন কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। ঐশী ফাতেমা তুজ জাহরার গাওয়া গানে ফারমরমেন্স করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, নবাগত নায়ক জেএইচ রুশো ও খলনায়ক শিবা সানু। আইটেম সংয়ের সাথে নৃত্যের কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় পুরো গানটির চিত্রায়ণ করেছেন মেহেদী রনি।

এ প্রসঙ্গে ‘অবতার’ পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘আমি গানটি অবমুক্ত করতে দেরি করছি দেখে আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষি ও স্বজনরা গালাগাল দিচ্ছিলো। তারা মুখিয়ে ছিল গানটি দেখবে বলে। তাই তাদের দেখার সুবিধার্থে গানটি আগামীকাল ঈদের আগের দিন অবমুক্ত করতে যাচ্ছি। আসলে আমার চলচ্চিত্র, গান ও বিভিন্ন দৃশ্যাংশ দেখতে তাদের আগ্রহ দেখে আমি খুবই আনন্দিত। তাদের আগ্রহটা আমাকে জাগায়, তাড়া দেয়, ভালো কিছু করার মানসিকতা তৈরি করে।’

অবতার চলচ্চিত্র এবং গান প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি শতভাগ বাণিজ্যিক বিনোদন দিয়ে সুস্থ একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। সে লক্ষে আমার শিল্পী, সহকারি ও কলাকুশলীরাও আন্তরিকতার সাথে কাজ করেছেন। অন্তত নির্মাণ ও রুচির ব্যাপারে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শকের হাতে।’

তিনি বলেন, ‘আইটেম সংটি তৈরি করেছি দর্শকের একটু ভিন্ন মেজাজের বিনোদন দিতে। আশা করি, আইটেম সংটি দেখলে দর্শক পুরো চলচ্চিত্রটি দেখার জন্য প্রবল আগ্রহবোধ করবে। অন্যান্য গানগুলোও তারা লুফে নিবে বলে আমি বিশ্বাস করি।’

এসজে 


 

আরও পড়ুন