• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০১৯, ০২:৫৭ পিএম

ঘূর্ণিঝড় ফণী’র অগ্রভাগ বাংলাদেশ স্পর্শ করেছে

ঘূর্ণিঝড় ফণী’র অগ্রভাগ বাংলাদেশ স্পর্শ করেছে

ঘূর্ণিঝড় ফণী’র অগ্রভাগ বাংলাদেশের খুলনা-মোংলা অঞ্চলে স্পর্শ করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। তবে তিনি বলেছেন, আতংকিত হওয়ার কোনো কারণ নেই। নির্ধারিত সময়ের মধ্যে আশ্রয় শিবিরে অবস্থান নিলে জান-মালের ক্ষতি কম হবে। 

শুক্রবার (৩ মে) সচিবালয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ঘূর্ণিঝড় ফণী’র গতি কমেছে মনে করে কেউ যদি আশ্রয় শিবিরে না আসেন, তাতে জানমালের ক্ষয়ক্ষতি বাড়তে পারে। 

তিনি বলেন, মোংলাসহ খুলনার কয়েকটি অঞ্চলকে ৭ নম্বর হুঁসিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ নিয়ে অবহেলা করার সুযোগ নেই, নেই এক্সপ্রিমেন্ট করার সুযোগও।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা-মোংলা অঞ্চল স্পর্শ করেছে। খুলনার আকাশে কালো মেঘের আনাগোনা এবং বৃষ্টপাত শুরু হয়েছে, এটা তারই অংশ। অগ্রভাগ স্পর্শ করেছে। আজ  সন্ধ্যা থেকে মধ্য রাতের মধ্যেই আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এমএএম/বিএস