• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০১৯, ০৬:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০১৯, ১২:৫৪ এএম

এ সপ্তাহে বৃষ্টি না হওয়ার পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা 

এ সপ্তাহে বৃষ্টি না হওয়ার পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা 

এ সপ্তাহে বৃষ্টি না হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও আশঙ্খা রয়েছে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন সোমবার (০৬ মে) বিকালে জাগরণকে বলেন, এই সপ্তাহে দেশে বৃষ্টিপাতের সম্ভবনা অনেক কম। চট্টগ্রাম, সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সারাদেশে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।

আরিফ হোসেন বলেন, আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো ইঙ্গিত নেই।

আরএম/বিএস