• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০১:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২০, ০১:৩৮ পিএম

ঝড়ের পর ঢাকায় বাতাসের মানের উন্নতি

ঝড়ের পর ঢাকায় বাতাসের মানের উন্নতি
ছবি ইউএনবির সৌজন্যে

কালবৈশাখী ঝড়ের হানার পর রাজধানী ঢাকায় বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা উঠে আসে ২৬তম অবস্থানে, যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ নির্দেশ করে।

দুপুর ১২টা ৩২ মিনিটে একিউআই সূচকে এ মহানগরীর স্কোর ছিল ৬৭।

একিউআই সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। তবে এ অবস্থায় কিছু মানুষ, বিশেষ করে বায়ু দূষণে যারা সংবেদনশীল তাদের ঝুঁকি থাকতে পারে।

মেক্সিকোর মেক্সিকো সিটি, সৌদি আরবের রিয়াদ ও ভারতের দিল্লি যথাক্রমে ১১৯, ১১৩ এবং ১০৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

রাজধানী ঢাকায় বুধবার ভোরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। ইউএনবি।

এসএমএম

আরও পড়ুন