• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০১:১৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ০৭:২৬ এএম

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।

 ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। 

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড।

রাত সাড়ে ১২ টার দিকে বন্দরনগরী চট্টগ্রাম কেঁপে ওঠে। 

ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। অনেক বাড়িতে ঘুমন্ত শিশুরা কান্না শুরু করে। 

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

জাগরণ/এমএ