• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০৩:২২ পিএম

কোভিড-১৯

ফায়ার সার্ভিসের ২০ কর্মী আক্রান্ত

ফায়ার সার্ভিসের ২০ কর্মী আক্রান্ত

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পর্যন্ত শনাক্ত কর্মীর সংখ্যা ২০। শনাক্ত কর্মীদের বেশিরভাগই সদরঘাট, পোস্তগোলা ও সদর দফতরের। তাদের পূর্বাচলের ফায়ার সার্ভিস অ্যাকাডেমিতে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কারণ তাদের বেশিরভাগের মধ্যেই কোনও উপসর্গ নেই কিংবা মৃদু উপসর্গ রয়েছে।

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, তাদের আরও কিছু কর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে। তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এসএমএম

আরও পড়ুন