• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ০৩:১০ পিএম

‘হাসপাতাল থেকে রোগী ফেরত পাঠানো বিরাট অপরাধ’

‘হাসপাতাল থেকে রোগী ফেরত পাঠানো বিরাট অপরাধ’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ● ফাইল ছবি

হাসপাতাল থেকে রোগী ফেরত পাঠানো বিরাট অপরাধ। বাংলাদেশ ভালো আছে আরও ভালো রাখবো।

বুধবার (১৩ মে) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে নবনিযুক্ত ২ হাজার চিকিৎসকের কাজে যোগদানের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এমন কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, চিকিৎসায় কোনও তফাত করা যাবে না। সব রোগীকে চিকিৎসা দিতে হবে। কোনও বৈষম্য করা যাবে না। রোগীদের সহানুভূতির সাথে দেখা উচিত।

মন্ত্রী আরও বলেন, রোগীদের মানসিকভাবে চাঙা রাখতে হবে। কোনও রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না। এমন কোনও অভিযোগ শুনতে চাই না যে অমুক হাসপাতাল থেকে রোগীকে ফেরত দেয়া হয়েছে। সমানভাবে একজন মানুষ হিসেবে চিকিৎসা দিতে হবে।

এসএমএম

আরও পড়ুন