• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৪:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ০৪:৩০ পিএম

আনসার-ভিডিপির ১ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৬৬

আনসার-ভিডিপির ১ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৬৬

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (বিএভিডিপি) এক সদস্য মারা গেছেন।

এখন পর্যন্ত বাহিনীর ১৬৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএভিডিপি’র একজন উপপরিচালক।

বুধবার (১৩ মে) বিএভিডিপির উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন গণমাধ্যমকে বলেন, জাতীয় সংসদ ভবনে দায়িত্বপালনকালে ৫৮ জন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সঙ্গে দায়িত্বপালনকালে ৪৩ জন এবং আনসার সদর দফতর ও বিভিন্ন জেলায় দায়িত্বপালনকালে ৪৩ জন করোনায় আক্রান্ত হন।

তাদের মধ্যে এ পর্যন্ত ১১ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ডিএমপির ভাটারা থানায় দায়িত্বরত আনসার সদস্য আবদুল মাজেদ করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মে (সোমবার) মারা যান।

আক্রান্তদের সংস্পর্শে আসা বা করোনা উপসর্গ থাকায় ইতোমধ্যে ৪৩৫ জন বিএভিডিপি সদস্যকে নিজ বাড়ি, কর্মস্থল এবং হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন