• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ১১:৩৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ১১:৩৮ এএম

মিসরগামী সব ফ্লাইট স্থগিত করল ব্রিটেন

মিসরগামী সব ফ্লাইট স্থগিত করল ব্রিটেন

 

নিরাপত্তা জনিত কারণে মিসরের রাজধানী কায়রোগামী সকল ফ্লাইট আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ইস্যুতে এমন পদক্ষেপ নেওয়া হলো তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। যদিও কায়রো বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন, 'আমাদের এই ফ্লাইট স্থগিতের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।'

শুক্রবার (১৯ জুলাই) লন্ডনের হিথরো বিমানবন্দরে অবস্থানরত কায়রোগামী যাত্রীদের কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের ফ্লাইটটি আপাতত বাতিল করা হয়েছে এবং আগামী এক সপ্তাহে দেশটিতে কোনো বিমান পাঠানো হবে না। হিথরো বিমানবন্দরে এক মুখপাত্র বলেছেন, ‘আমরা বিশ্বের সব বিমানবন্দরেই নিজেদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করি। যার অংশ হিসেবে এবার আগামী সাতদিনের জন্য কায়রো বিমানবন্দরে আমাদের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।  আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তাই সবচেয়ে বেশি জরুরি। তাই তাদের নিরাপত্তা হুমকি মনে করেই আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি।’

এ দিকে ক্রিস্টিন শেলবোর্ন নামে কায়রোগামী এক যাত্রী বলেন, ‘এক সপ্তাহের জন্য কায়রো যাচ্ছিলাম। কিন্তু সেদিন আমার বোর্ডিং কার্ড কাজ না করায় সেখানকার কর্মীরা এসে আমাকে সাহায্য করে; যদিও এতে কোনো লাভ হয়নি। তখন তারা কিছু একটা গোপন করে আমাদের প্রায় আধ ঘণ্টার মধ্যে আবারো চেষ্টা করতে বলেন। একটা সময় আমার স্বামী এসে আমাকে বিষয়টি জানান। বিষয়টা একদমই বাজেভাবে সামাল দেয়া হয়েছে। এতে আমরা কর্তৃপক্ষের কোনো সহায়তা পাইনি। ঘটনায় আমার ১১ বছরে নাতি ভীষণ ব্যথিত।’

অপর দিকে গত শুক্রবারই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের যাত্রীদের মিসর সফরের ব্যাপারে একটি সতর্কবার্তা দেয়। যেখানে বলা হয়, ‘নিরাপত্তা জনিত কারণে কায়রোগামী সকল ফ্লাইট আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় বিমানগুলোতে সন্ত্রাসের এক বিরাট ঝুঁকি রয়েছে। যাত্রীদের জান-মালের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।’

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন