• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৪:০৪ পিএম

আবার বিদ্যুৎ বিভ্রাট

ভেনেজুয়েলার বিশাল এলাকা এখনো অন্ধকার

ভেনেজুয়েলার বিশাল এলাকা এখনো অন্ধকার

 

আবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে ভেনেজুয়েলা, রাজধানী কারাকাসসহ দেশটির ২৩ রাজ্যের মধ্যে ১৮টিই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবারের (২২ জুলাই) এ বিদ্যুৎ বিপর্যয়ের জন্য ‘বিদ্যুৎ-চৌম্বকীয় আক্রমণ’কে দায়ী করেছেন দেশটির তথ্যমন্ত্রী হোর্হে রদ্রিগুয়েজ, তবে কথিত আক্রমণের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

মার্চের পর এই প্রথম কারাকাসও বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ল। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় বলিভার রাজ্যে গুরি জলবিদ্যুৎ বাঁধের কাছে কয়েকটি এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ এসেছিল, কিন্তু ১০ মিনিট পর চলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কারাকাস অন্ধকারে ছিল।

দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য কারাবোবোর ভ্যালেনসিয়া শহরের ৪৫ বছর বয়সী ব্যবসায়ী মারিয়া লুইসা রিভেরো বলেছেন, “আমরা আরেকটি জাতীয় বিদ্যুৎবিপর্যয়ের মুখোমুখি হচ্ছি, এটা ভাবতেই ভয় লাগছে আমার।”   

এর আগে মার্চে ধারাবাহিক বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়েছিল ভেনেজুয়েলা। ওই সময় এক পর্যায়ে ২৩টি রাজ্যই বিদ্যুৎবিপর্যয়ের কবলে পড়েছিল যা এক সপ্তাহ স্থায়ী হয়েছিল। এতে বিভিন্ন সংকটের পাশাপাশি দাঙ্গাও দেখা গিয়েছিল। লাখ লাখ লোক পানি সংকটের শিকার হয়েছিল। টেলিযোগাযোগ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা। ওই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বিরোধীদল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল ভেনেজুয়েলা সরকার। এপ্রিলে আরেকটি বিদ্যুৎ বিপর্যয়ের সময়ও দেশটির বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। তবে ওই সময় বিপর্যয় কয়েক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি।

সূত্র : রয়টার্স

এসজেড

আরও পড়ুন