• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ১২:৩২ পিএম

সিরিয়ায় তুর্কি অভিযান বাজে পরিকল্পনা: ট্রাম্প

সিরিয়ায় তুর্কি অভিযান বাজে পরিকল্পনা: ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে নেয়া মার্কিন সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সিরিয়াতে তুর্কি অভিযানেরও বিরোধীতা করেন ট্রাম্প। সিএনএন
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক যে অভিযান চালাচ্ছে তাকে আমেরিকা সঠিক বলে মনে করে না বরং বাজে পরিকল্পনা বলে মনে করছে।

বুধবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, 'আজ সকালে ন্যাটো সদস্য তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে কিন্তু আমেরিকা তুরস্কের এ অভিযানকে সমর্থন করে না এবং বিষয়টি তুর্কি সরকারকে পরিষ্কার করে জানানো হয়েছে যে, এই অভিযান একটি বাজে পরিকল্পনা।'

হোয়াইট হাউজের এ বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সীমাহীন যুদ্ধ চলছে তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার প্রথম দিন থেকে আমি বলে আসছি যে, এই সীমাহীন ও জ্ঞানহীন বিশেষ করে যেখানে আমেরিকার কোনো স্বার্থ নেই সেই যুদ্ধ আমি করতে চাই না। আমরা আশা করি তুরস্ক তার সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে এবং আমরা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।'

এর আগে ট্রাম্প প্রশাসন সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যাপারে সবুজ সংকেত দিলেও যুক্তরাষ্ট্রের ভেতর থেকে চাপে পড়েছেন ট্রাম্প। তারই ঘনিষ্ঠ সহযোগী এবং প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প প্রশাসন নির্লজ্জভাবে কুর্দিদেরকে পরিত্যাগ করেছে এবং এ কারণে নতুন করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থান হতে পারে।

এসকে

আরও পড়ুন