• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০২:০০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০২:০০ পিএম

কাশ্মীর ইস্যুতে মোদীর তুরস্ক সফর বাতিল

কাশ্মীর ইস্যুতে মোদীর তুরস্ক সফর বাতিল

ভারতের জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার সম্পৃক্ত ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির বিষয়ে বিরোধীতা করায় নিজের পূর্ব নির্ধারিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (২০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে, সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় ভারতের এই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে বিরোধীপন্থি পাকিস্তানকে সমর্থন করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া, এ ব্যাপারে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেন তিনি। তবে, সংঘর্ষের পরিবর্তে সুষ্ঠু বিচার ও আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানের আহ্বানও জানান তিনি। 

প্রকাশিত সংবাদে বলা হয়, কাশ্মীর ইস্যুতে তুরস্কের এমন বিরোধী আচরণের জেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্ধারিত আঙ্কার সফর বাতিল করেছেন। এই মর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি

এসকে

আরও পড়ুন