• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০২:১৫ পিএম

হংকং বিক্ষোভ : অবরুদ্ধ ২০০ শিক্ষার্থীকে নিয়ে শঙ্কা

হংকং বিক্ষোভ : অবরুদ্ধ ২০০ শিক্ষার্থীকে নিয়ে শঙ্কা

হংকংয়ে পুলিশের সঙ্গে গণতন্ত্রকামীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটির পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রায় ২০০ জন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। মৃত্যু শঙ্কায় রয়েছে এসব শিক্ষার্থী।

বুধবার (২০ নভেম্বর) এএফপি জানিয়েছে, গত ৩ দিন ধরেই পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবরুদ্ধ রয়েছে প্রায় ২০০ শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবিলায় যে কোনো মুহূর্তে সশস্ত্র অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে হত্যা করতে পারে পুলিশ। এমন ধারণা থেকে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। 

বার্তা সংস্থার তথ্য হতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া বিক্ষোভকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে গণহত্যার শঙ্কা। ক্যাম্পাসের বাইরে আতঙ্কের মধ্যে অবস্থান করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।  

এ দিকে হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি লাম বিক্ষোভকারীদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি হুমকির সুরেই বলেছেন, আত্মসমর্পণ করা ছাড়া বিক্ষোভকারীদের সামনে আর কোনো উপায় নেই।

এসকে

আরও পড়ুন