• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০১৯, ০৭:২৬ পিএম

রাখাইনে সেনাদের গুলিতে ২ বিদ্রোহী নিহত

রাখাইনে সেনাদের গুলিতে ২ বিদ্রোহী নিহত

রাখাইনে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্য নিহত হয়েছে।   ইরাবতী

সোমবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। এতে সংগঠনটির ২ সদস্য নিহত হয়েছে। আর বন্দুকযুদ্ধের পর জীবিত আটক করা হয়েছে সংগঠনটির আরও তিন সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরে আটজন আরসা সদস্যকে দেখা গিয়েছিল। এ সময় তারা সেনা সদস্যদের ওপর অতর্কিত গুলি চালানো শুরু করে। জবাবে সেনা সদস্যরাও গুলি চালায়।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সমন্বিত হামলার দায় স্বীকারের পর আলোচনায় আসে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এরপর তাদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর বেশ কয়েকবার সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার।

এসকে

আরও পড়ুন