• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৭, ২০১৯, ০৫:২৭ পিএম

বাবরি মসজিদ ইস্যুতে সরব ভারতের ১০০ মুসলিম ব্যক্তিত্ব

বাবরি মসজিদ ইস্যুতে সরব ভারতের ১০০ মুসলিম ব্যক্তিত্ব

ভারতের সর্বোচ্চ আদালত গত ৯ নভেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছেন। যেখানে অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদ ভেঙে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছেন তারা। এরপর থেকেই এই রায় নিয়ে চারদিকে চলছে নানান আলোচনা-সমালোচনা।

অবশেষে বাবরি মসজিদ মামলার রায় নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও  অভিনেত্রী শাবানা আজমিসহ ১০০ মুসলিম ব্যক্তিত্ব। বিতর্কিত এই রায়ের প্রতিবাদ জানিয়েছেন তারা। এ রায়কে বিতর্কিত বলে অ্যাখ্যায়িত করেছেন ভারতের প্রভাবশালী এসব মুসলিম ব্যক্তিত্ব।   এনডিটিভি

বলিউডের তারকা অভিনেত্রী শাবানাজমি- ফাইল ফটো

তবে মুসলমানদের স্বার্থে এই রায় মেনে নিতে বলেছেন তারা। তাদের মতে, যতদিন রাম জন্মভূমি ও বাবরি মসজিদের মামলা বেঁচে থাকবে, ততদিন মুসলমান সম্প্রদায়ের আরও ক্ষতি হবে। এ ব্যাপারে তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অযোধ্যা বিবাদ টিকিয়ে রাখার অর্থ হলো, ভারতীয় মুসলমানদের আরও ক্ষতি ডেকে আনা। আর তাদেরকে বিপদে ফেলা।

ওই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন- নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, সাংবাদিক জাভেদ আনন্দ প্রমুখ।

এসকে

আরও পড়ুন