• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:৫০ পিএম

আলিগড়ের বিক্ষোভকারী ছাত্রের হাত কেটে ফেলতে হলো

আলিগড়ের বিক্ষোভকারী ছাত্রের হাত কেটে ফেলতে হলো

পুলিশের টিয়ার শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের হাত কেটে ফেলতে হয়েছে। ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছিল এই ছাত্র।

তার আইনজীবী ফওয়াজ শাহিন জানিয়েছেন, পুলিশের কাঁদানে গ্যাসের শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয় ছাত্রটির ডান হাত কেটে ফেলতে হয়েছে।

গত রোববার বিক্ষোভের সময় ২৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন ৮ জন। তাদের ছেড়ে দেয়ার দাবিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালির সামনে বিক্ষোভ দেখান ৫ হাজার মানুষ। আলিগড় বিশ্ববিদ্যালয়ে সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই হোস্টেল ছেড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফিফুল্লা খান জানিয়েছেন, জেলা প্রশাসককে অনুরোধ জানানোর পর গভীর রাতে সেই ২৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। 

আরএম/টিএফ

আরও পড়ুন