• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ০৮:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২১, ০১:৪৫ পিএম

কংগ্রেসে ট্রাম্পের কড়া সমালোচনা

কংগ্রেসে ট্রাম্পের কড়া সমালোচনা

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষের পর হামলাকারীদের হটিয়ে দিয়ে আবারও শুরু হয়েছে কংগ্রেস অধিবেশন।

এ সময় ভাঙচুরের ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। রয়টার্সের খবরে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পুনরায় শুরু হওয়া কংগ্রেস অধিবেশনে বক্তব্য রাখছেন মার্কিন আইনপ্রণেতারা। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর চরম আঘাত উল্লেখ করে দ্রুত হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, “যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই দিনটি ‘কালো দিন’ হিসেবে উল্লেখ থাকবে।”

টুইটারে দেওয়া ভিডিও বার্তায় দলের সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানান ট্রাম্প। এ সময় উগ্র সমর্থকদের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে ট্রাম্প নিজেই উস্কানি দিচ্ছেন বলে দাবি করা হয়েছে।

পরে টুইটার থেকে ট্রাম্পের ভিডিও বার্তা মুছে দেওয়া হয় এবং দাঙ্গা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় তার অ্যাকাউন্টও ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা শহরে কার্ফিউ জারি করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল ই বৌজার।

আরও পড়ুন