• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৮:৫৫ পিএম

গরীব দেশগুলোকে টিকা দেয়ার আহ্বান ম্যাখোঁর

গরীব দেশগুলোকে টিকা দেয়ার আহ্বান ম্যাখোঁর

ধনী দেশগুলোর মজুদ করা করোনা টিকার চার থেকে পাঁচ শতাংশ উন্নয়নশীল দেশগুলোকে পাঠানোর অনুরোধ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও জরুরি সহায়তায় হাত বাড়ানোর আহ্বান করেন তিনি।

সংবাদসংস্থা ফিন্যান্সিয়াল টাইমসে দেয়া সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, ভ্যাকসিনের অসম বন্টন শীঘ্রই বিশ্বে জাতি বৈষম্য সৃষ্টি করতে পারে। কেননা বিশ্বের শতাধিক দেশ যেখানে করোনার একটি টিকাও পায়নি সেখানে ধনী রাষ্ট্রগুলো দেশজুড়ে সফলভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা বিশ্ব স্বাস্থ্যের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।

এমন অবস্থায় অতি দ্রুত সব দেশে টিকা পৌঁছানোর ব্যবস্থা করার প্রতি জোর দিয়েছেন ফরাসি নেতা। অর্থনৈতিক জোট জি সেভেনের দেশগুলোর আসন্ন সম্মেলনের আগে ম্যাখোঁর এই বক্তব্য ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।

এরই মধ্যে বিশ্বজুড়ে টিকা কার্যক্রম প্রসারে কোভ্যাক্স প্রকল্পে ৪০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই উদ্যোগ নিতে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন।

আরও পড়ুন