• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৮:২২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৯:৪৮ পিএম

ইকুয়েডরে কয়েদিদের সংঘর্ষে নিহত বেড়ে ৭৫

ইকুয়েডরে কয়েদিদের সংঘর্ষে নিহত বেড়ে ৭৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে কয়েদিদের ব্যাপক সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কারারক্ষীরা এই ঘটনাকে সংঘবদ্ধ হামলা বলেই আশংকা করছেন।

ইকুয়েডর পুলিশের বরাতে এই সংঘর্ষের খবর জানিয়েছে ডয়চে ভেলেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।

মঙ্গলবার রাতে বন্দর নগরি গুয়াকিলের দক্ষিণপশ্চিমাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক টুইটে এই ঘটনায় ক্ষোভ জানান দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

এর পেছনে সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। এ বিষয়ে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

ইকুয়েডরের কারাগারগুলোতে ধারণক্ষমতার বাইরে কয়েদি রাখার ফলে ও বিভিন্ন সন্ত্রাসী দলের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময়েই সংঘর্ষ বাধে।

এই তিনটি কারাগারেই দেশটির প্রায় ৭০ শতাংশ কয়েদী বন্দি রয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই দেশটির কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে বড় সংঘাত।

আরও পড়ুন