• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ১০:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ১০:০৪ পিএম

শিশুদের ওপর টিকা পরীক্ষা করছে ফাইজার

শিশুদের ওপর টিকা পরীক্ষা করছে ফাইজার

ছয় মাস থেকে এগার বছর বয়সী শিশুদের ওপর করোনা টিকার কার্যকারিতা যাচাই করছে মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। জার্মানির তৈরি বায়োএনটেকের এই টিকা ১৬ বছরের ওপরে বয়স্কদের ওপর পরীক্ষা করা হলেও শিশুদের ক্ষেত্রে এখনো ব্যবহার শুরু হয়নি।

ওয়াল স্ট্রিট নিউজ জানায়, এর আগে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর এই টিকার পরীক্ষা চালিয়েছে ফাইজার। তবে প্রতিষ্ঠানটির দাবি এবছরের শেষ নাগাদ ছোট শিশুদের ক্ষেত্রেও এর কার্যকারিতা জানা যাবে।

শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় কম হলেও করোনার জীনগত রূপান্তরের ফলে সাম্প্রতিক সময়ে অনেকেই আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যেও ১৩ ভাগ শিশু রোগী রয়েছে।

ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো জানিয়েছন, বুধবার স্বেচ্ছাসেবী শিশুদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গত সপ্তাহে আরেক টিকা প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান মডার্নাও শিশুদের ওপর ভ্যাকসিন পরীক্ষা শুরুর কথা জানায়। তবে এখনও পর্যন্ত শিশুদের ওপর ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেয়নি কোন দেশ।

আরও পড়ুন