• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ০৫:০৯ পিএম

যুক্তরাজ্যের গবেষণা

করোনায় বাড়ছে মানসিক রোগ ও স্ট্রোকের ঝুঁকি

করোনায় বাড়ছে মানসিক রোগ ও স্ট্রোকের ঝুঁকি

করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার ছয় মাসের মধ্যে মানসিক ও স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

এতে দেখা গেছে সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই অনেক করোনা রোগীর বিষণ্ণতা ও হতাশায় ভোগা, মানসিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি স্ট্রোক করারও আশঙ্কা দেখা দেয়। 

এই মুহূর্তে করোনা আক্রান্তদের ১৪ টি রোগের ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক, পারকিনসন, স্নায়বিক রোগ তথা গিলিয়ান ব্যারে সিন্ড্রোম, স্মৃতিভ্রংশ তথা ডিমেনসিয়া, মানসিক রোগ, অস্থিরতা ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। 

এসব রোগের মধ্যে অস্থিরতা ও মেজাজ হারিয়ে ফেলার মতো মানসিক ব্যাধিতে আক্রান্তদের সংখ্যাই সর্বোচ্চ। ফলে দীর্ঘস্থায়ী অসুস্থতাও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রায় ১০ লাখের বেশি করোনা রোগীদের পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়য়ের গবেষক দল। গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্তদের তিন ভাগের এক ভাগ রোগীর ক্ষেত্রেই এসব লক্ষণ প্রকট থাকে।

আরও পড়ুন