• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৬:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৬:১৬ পিএম

পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি: রাহুল

পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি: রাহুল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রথমবার এসেই বিজেপি ও তৃণমূলের রাজনীতির কড়া সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। বুধবার (১৪ এপ্রিল) সংযুক্ত মোর্চার নির্বাচনী প্রচারে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ করেন তিনি।

রাহুল বলেন, “বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। তাই বাংলাকে বাঁচাতেই এসেছি।” 

কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদীর লক্ষ্য একটাই। সবার মধ্যে লড়াই বাধানো। যাতে সরকারের কাজ নিয়ে কেউ প্রশ্ন করতে না পারে।

নীলবাড়ির নির্বাচনী লড়াইয়ের নরেন্দ্র মোদী, অমিত শাহ আর যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতাদের আনাগোনা থাকলেও কংগ্রেসের নির্বাচনী প্রচার ছিল একেবারেই সাদামাটা। তবে ১৭ এপ্রিল পঞ্চম দফা ভোট গ্রহণের আগেই জোর প্রচার শুরু করেছে দলটি।

নির্বাচনী সভায়  বুধবার রাহুল প্রধানমন্ত্রী মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে কি করেছেন এমন প্রশ্ন রাখেন। অর্থনীতি আর কৃষি খাতকে ধ্বংসের পেছনেও বিজেপিকে দায়ী করেন তিনি। এছাড়াও লকডাউনের ঘোষণার আগে মোদি কারো পরামর্শ নেননি বলেও অভিযোগ করেন রাহুল।

আরও পড়ুন