• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৭:৫২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৭:৫২ পিএম

ক্যামেরার আড়ালেই দ্বিতীয় ডোজ টিকা নিলেন পুতিন

ক্যামেরার আড়ালেই দ্বিতীয় ডোজ টিকা নিলেন পুতিন

২৩ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর এবার দ্বিতীয় ডোজ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দুই ডোজই তিনি ক্যামেরার আড়ালে থেকেই নিয়েছেন। বার্তা সংস্থা এপি জানায়, বুধবার (১৪ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে নিজের টিকাদানের কথা জানান পুতিন।

রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে ভিডিও কনফারেন্সে পুতিন জানান, দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি তিনি। কনফারেন্সে যোগ দেওয়ার কিছুক্ষণ আগেই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে উল্লেখ করেন পুতিন।

এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে রোগা প্রতিরোধে যথেষ্ট কার্যকর বলেই গবেষকরা তাকে আশ্বস্ত করেছেন বলে জানান পুতিন। রাশিয়ার তিনটি করোনার টিকা ব্যবহার হলেও পুতিন কোনটি নিয়েছেন সে ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।

রাশিয়ার উদ্ভাবিত টিকার মধ্যে স্পুটনিক-৫ বিশ্বের কয়েকটি দেশেই ব্যবহৃত হচ্ছে। মঙ্গলবার ভারতেও এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তবে পুতিন তার টিকা নেওয়ার কোনো ছবিও প্রকাশ করেনি।

আরও পড়ুন