• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০২:৩৯ পিএম

মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দিবে ভারত

মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দিবে ভারত

করোনা সংক্রমণ ঠেকাতে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ উদ্দেশ্যে মে মাসের শুরু থেকেই ১৮ বছর বা তার বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৪ এপ্রিল থেকে কোউইন অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবে ১৮ বছর বা তদুর্ধ সবাই। বিশ্বের সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্তের রেকর্ডের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে করোনা নিয়ন্ত্রণে অক্সফোর্ডের কোভিশিল্ডের আর ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-৫ টিকাও ব্যবহার হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাশিয়া থেকে শীঘ্রই টিকার চালান ভারতে পৌঁছবে বলে জানা গেছে।
 
করোনা পরিস্থিতি মোকাবেলায় ভারতের সামরিক বাহিনীও যোগ দিয়েছে জরুরি চিকিৎসা সেবায়। চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী।

দিল্লিসহ বড় শহরগুলোতে সামরিক বাহিনীর কর্মকর্তারা করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। এছাড়াও দিল্লিতে আকাশপথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পরিবহণ করছে বিমান বাহিনী।

আরও পড়ুন