• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৯:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৯:৫৪ পিএম

ভারি বর্ষণে মক্কা-মদিনায় বন্যা

ভারি বর্ষণে মক্কা-মদিনায় বন্যা

সৌদি আরবের বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে ঝড়বৃষ্টি ও প্রবল বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জলাবদ্ধতা ও সড়কে পানি জমতে দেখা যায়। গালফ নিউজের খবরে জানা গেছে, মুসলিমদের পবিত্র নগরী মক্কা-মদিনাসহ দেশটির দক্ষিনাঞ্চলের কয়েকটি শহরেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওার ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মক্কা, মদিনা, আল বাহা, জাযান, নাজরান ছাড়াও পূর্বাঞ্চলের প্রদেশ রিয়াদ ও কাসিম এবং উত্তরাঞ্চলের জওফ, তাবুক ও সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতসহ ঝড়ো আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে।
 
বন্যার কারণে ওমরাহ করতে যাওয়া মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন। আগামী কয়েকদিন বরূপ আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন