• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৫:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৬:০৩ পিএম

আফগানিস্তানের দুই জেলার দখল নিল তালেবান

আফগানিস্তানের দুই জেলার দখল নিল তালেবান

ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি শুরুর আগেই আফগানিস্তানের নারখ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী তালেবান। বিবিসি জানায়, মঙ্গলবার অতর্কিত আক্রমণ চালিয়ে ওয়ারদাখ প্রদেশের নেড়খ জেলা দখল নেয় গোষ্ঠীটি।
 
এ নিয়ে চলতি সপ্তাহেই দুই জেলার দখল নিল তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, “নারখের পুলিশ সদর দফতর, গোয়েন্দা বিভাগ এবং সেখানকার সেনা ঘাঁটির সবাইকে বন্দী করে এলাকার দখল নিয়েছে তালেবান সেনারা।”

এসময় বেশ কয়েকজন আহত হয় বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ওয়ারদাকের গভর্নর আবদুল রহমান তারিক জেলার দখল নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তিনি জানান, আফগান সেনারা ‘কৌশলগত কারণে’ নারখ জেলা থেকে সরে এসেছে।

এর আগে ৫ মে বাগলান প্রদেশের বোরকা জেলা নিয়ন্ত্রণ নেয় তালেবান। বৃহস্পতিবার থেকে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে।

১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আফগানিস্তানে সক্রিয় হয়ে উঠছে তালেবান। বুধবার (১২ মে) এই জেলার নিয়ন্ত্রণ ফিরে পেতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন