• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০২:৫৮ পিএম

সারাদেশে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ

গত সোমবার কুমিল্লায় আদালতে বিচারকের সামনে একজনকে খুনের প্রেক্ষিতে সারাদেশে আদালত কক্ষ, বিচার প্রার্থী, আইনজীবীদের নিরাপত্তার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে- তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেয়।

আদেশে কুমিল্লার ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন আদালত । আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে তা আদালতকে জানাতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানির শুরুতে আদালত বলেন, ‘কুমিল্লার পর গতকাল সুপ্রিম কোর্ট বারেও একটি ঘটনা ঘটেছে। এ অবস্থায় কোর্টে আইনজীবী, জজ ও কর্মকর্তাদের সিকিউরিটির জন্য কী পদক্ষেপ নিলেন।’

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘কুমিল্লা ও সুপ্রিম কোর্ট বারের ২টি ঘটনাই ব্যক্তিগত।’

এ সময় আদালত বলেন, ‘ব্যক্তিগত হোক আর যাই হোক। কোর্টের ভেতরে ছুরি নিয়ে কীভাবে যায়? পুলিশ কি করে? অবশ্যই এটা পুলিশের অবহেলা। ‘

তখন আবেদনকারী আইনজীবী বলেন, ‘নিরাপত্তা তো সবার জন্য। উনিও (রাষ্ট্রপক্ষের) এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আইনজীবী, বিচারকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ’

এরপর আদালত রিট আবেদনটি ৩০ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার রাখেন। এর আগে গতকাল কুমিল্লা আদালতে বিচারককের সামনে হত্যার ঘটনায় আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

গত ১৫ জুলাই কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করে।

এমএ/আরআই
 

আরও পড়ুন