• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৩:৫১ পিএম

নবম ওয়েজবোর্ডের প্রকাশিতব্য গেজেটের ওপর স্থিতাবস্থা

নবম ওয়েজবোর্ডের প্রকাশিতব্য গেজেটের ওপর স্থিতাবস্থা

সংবাদপত্র ও বার্তা সংস্থারকর্মীদের বেতন বাড়াতে নবম ওয়েজবোর্ড নিয়ে সরকারের প্রকাশিতব্য গেজেটের ওপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (৬ আগস্ট) এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী  ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।

উল্লেখ্য, গত ১৬ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে শিগগিরই নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।

ওইদিন রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নবম ওয়েজ বোর্ডের বিষয়টি নিয়ে আর কালক্ষেপণ নয়। এ–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করবে। এখন আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।’

ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও বৈঠকের সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘আজ বৈঠকে প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। বারবার বৈঠক ডেকে আর সময়ক্ষেপণ করা সমীচীন নয়, প্রয়োজনও নেই। বিষয়টি ঝুলিয়ে রাখাও বাস্তবসম্মত নয়। আমরা দীর্ঘক্ষণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আজকের এ বৈঠক শেষবারের মতো। এরপর আমরা নিজেরা বসব, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ–আলোচনা করে তার পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং অচিরেই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা করব।’

বৈঠকে ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদেস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে যোগ দেন- তথ্যসচিব আবদুল মালেক, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি সমকাল–এর প্রকাশক এ কে আজাদ, ডিবিসি ২৪ টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মো. কামাল উদ্দিন এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

এমএ/টিএফ
 

আরও পড়ুন