• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:৫২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:৫৩ এএম

‘তারেক রহমানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট পায়নি সরকার’

‘তারেক রহমানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট পায়নি সরকার’
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির দলীয় নেতা মাহবুব উদ্দিন- ছবি: সংগৃহীত

‘পৃথিবী খুঁজে তারেক রহমানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট পায়নি সরকার। এমনকি দেশ ও দেশের বাইরে তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্যও পায়নি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে এসব কথা বলেছেন দলীয় নেতা মাহবুব উদ্দিন। 
       
বুধবার (২০ নভেম্বর) তারেক রহমানের ৫৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতেই বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করে মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে।

অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনির। এতে আরও বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আলহাজ্জ্ব মো. মোসলেম উদ্দিন, অ্যাভোকেট মো. সাঈদ হাসান বখতিয়ার, ড. হামিদুর রহমান রাশেদ, আবুল কাশেম রাজু, একেএম মোক্তার হোসেন, শামসুল ইসলাম মুকুল, নাসিমুল হাসান মন্ডল, নাহিদ সুলতানা, নাসরীন হেনা, শাহিন, সাবিনা ইয়াসমিন লিপি, শেখ সালাম, আকবর হোসেন মহীদ উদ্দিন জুবায়ের।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত আইনজীবীরা তারেক রহমানের জন্মদিনের কেক কাটার পর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এমএ/টিএফ 
 

আরও পড়ুন