• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ১১:৪৫ এএম

নুসরাতের ভিডিও ভাইরাল 

রায়ের অপেক্ষা, ওসি মোয়া‌জ্জেম‌ আদাল‌তে

রায়ের অপেক্ষা, ওসি মোয়া‌জ্জেম‌ আদাল‌তে

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আদালতে নেয়া হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলা করা হয়। 
 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পৌনে ১০টায় গাজীপুরের কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুর ২টায় ওই মামলার রায় ঘোষণা করবেন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেন। তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদাল‌ত রাখা হয়েছে।

ওসি মইনুল ইসলাম জানান, এখন ওসি মোয়া‌জ্জেম‌কে কোর্ট হাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। দুপুর ২টার দি‌কে তা‌কে আদাল‌তে হা‌জির করা হ‌বে।

গত ২০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য এ দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামছ জগলুল হোসেন।

চলতি বছরের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদি হয়ে মামলাটি করেন। ওই দিনই আদালত এ মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় অভিযোগ আনা হয়- নুসরাত জাহান রাফিকে অসম্মানজনক কথা বলা ও তার জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া।

গত ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানার পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ওইদিনই প্রতিবেদন গ্রহণ করে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন। ১৭ জুলাই আদালত আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়।

প্রায় চার মাসের এ বিচারকালে বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন, নুসরাতের মা, ভাই, দুই বান্ধবী, দুই পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১২ জন রাষ্ট্রপক্ষে আদালতে সাক্ষ্য দেন। ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন ওসি মোয়াজ্জেম। সর্বশেষ গত ২০ নভেম্বর এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন।
 
আরএম/টিএফ

আরও পড়ুন