• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৯:৫৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৫, ২০২১, ০৯:৫৫ এএম

সাবরিনাসহ ৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ জুলাই

সাবরিনাসহ ৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ জুলাই
ডা. সাবরিনা ● ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জাল সনদ দেয়ার অভিযোগে ডা. সাবরিনাসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম এ তারিখ ধার্য করেন।

এ মামলায় সবশেষ ৩১ মার্চ উজ্জল সরকার নামে এক প্রকৌশলী সাক্ষ্য দেন। এরপর গত ২৭ এপ্রিল মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এরই মধ্যে করোনা সংক্রমণ বাড়ায় লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় আর সাক্ষ্য নেওয়া হয়নি।

গত বছর মহামারির শুরুতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা ছাড়াই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় জেকেজি হেলথ কেয়ার। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে ওই বছরের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

একই বছর ২০ আগস্ট সাবরিনাসহ ৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। আসামিরা সবাই এখন কারাগারে।

জাগরণ/এসএসকে

আরও পড়ুন