• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৫:৪১ পিএম

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়ানোর পরিকল্পনা

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়ানোর পরিকল্পনা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ -ছবি : জাগরণ

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় এবার হজ ব্যবস্থাপনা শতভাগ সফল হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সকল বিভাগ ও সৌদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তাসহ ১ লক্ষ ২৭ হাজার ২৫২ জন হজযাত্রী নিবন্ধন করে। তারা সকলে আল্লাহর অশেষ রহমতে হজ সম্পন্ন করতে পেরেছেন।

তিনি জানান, এবার হাজি সাহেবানদের মধ্যে ১১৮ জন সৌদি আরবে ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ জন হাজি এবং ১১৩ জন মৃত্যুবরণ করেন। মৃত হাজিদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১৭ জন মহিলা। 

প্রতিমন্ত্রী এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এবার যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আগামীতে কাজে লাগাতে চাই। আগামীতে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী আরো বাড়াতে উদ্যোগ নিয়েছি। 

এমএএম/এসএমএম / টিএফ

আরও পড়ুন