• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২০, ০৮:১০ পিএম

আজ পবিত্র শবে মেরাজ, নফল নামাজ ঘরে পড়ার আহ্বান ইফার

আজ পবিত্র শবে মেরাজ, নফল নামাজ ঘরে পড়ার আহ্বান ইফার
প্রতীকী ছবি

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে শবে মেরাজের নফল নামাজের জন্য মসজিদে না গিয়ে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এক বিবৃতিতে শবে মেরাজের নামাজ পড়ার জন্য মসজিদে না আসার অনুরোধ করা হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, যেহেতু সরকার সব ধরনের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করেছে, তাই আমরাও মানুষকে মসজিদে জমায়েত তৈরি না করার জন্য উদ্ধুদ্ধ করছি।

শবে মেরাজের রাতে বিশ্বের অনেক দেশেই মুসলিমরা মসজিদে একত্রিত হয়ে নফল নামাজ আদায় করতে যান।

বাংলাদেশেও প্রায় সব এলাকাতেই শবে মেরাজের নামাজের জন্য রাতে মসজিদে যান মুসল্লিরা।

সেই বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশে মানুষকে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সব মসজিদের ইমামদের নির্দেশনা দেয়া হয়েছে যেন তারা মানুষকে ঘরে থেকে নামাজ আদায় করতে উদ্বুদ্ধ করেন।

‘শবে মেরাজের নামাজের পাশাপাশি অন্যান্য নামাজও যতটা সম্ভব ঘরে থেকে যেন আদায় করেন মানুষ, সেই অনুরোধই করছি আমরা।’

এর আগে ২০ মার্চ (শুক্রবার) জুমার সুন্নত ও নফল নামাজ বাড়ি থেকে পড়ে আসার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

ওই প্রসঙ্গে ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, আমরা চাইছি যত কম সময় সম্ভব মানুষ মসজিদে জমায়েত করুক। তাই জুমার নামাজেও অনুরোধ করা হয় বাড়ি থেকে ওজু করে আসতে এবং সুন্নত ও নফল বাসায় পড়তে।’

তিনি জানান সরকারিভাবে যদি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয় অর্থাৎ দোকানপাট, যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়, তখন মসজিদে না যাওয়ার বিষয়ে আরও গুরুত্ব আরোপ করার বিষয়ে চিন্তা করবেন তারা।

এসএমএম