• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৩:২৪ পিএম

৫ মিনিটে বানিয়ে নিন ‍‍‘ভুট্টা চাট‍‍’

৫ মিনিটে বানিয়ে নিন ‍‍‘ভুট্টা চাট‍‍’

 

পপকর্ণ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। ভুট্টা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটি। বাইরে না খেয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন। শুধু তাই নয়, ভুট্টা দিয়ে এখন নানা ধরনের রেসিপিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্বাস্থ্যকর এই ভুট্টা দিয়ে মজাদার রেসিপির মধ্যে একটি হচ্ছে ভুট্টার চাট। যা বানিয়ে নেওয়া যাবে মাত্র ৫ মিনিটে। খাবারটি তরুন-তরুনীদের বেশ পছন্দ। মজাদার এই ভুট্টার চাট কীভাবে সহজেই ঘরে বানানো যায় তা জানাব আজকের আয়োজনে। 

 

যা যা লাগবে_

  • ভুট্টা সিদ্ধ- ১ কাপ
  • মাখন- ১ চা চামচ
  • ক্যাপ্সিকাম কুঁচি- ১ টেবিল চামচ
  • পেয়াজ কুঁচি- ১/৪ কাপ
  • লবণ- স্বাদ মতো
  • জিরা গুড়া- ১/৪ চা চামচ
  • গোল মরিচ গুড়া- ১/৪ চা চামচ
  • চাট মশলা - ১/৪ চা চামচ
  • লেবুর রস- ১ চা চামচ

 

যেভাবে বানাবেন_

প্রথমে এককাপ ভুট্টা সিদ্ধ করে নিন। এবার সিদ্ধ ভুট্টা  একটি পাত্রে নিয়ে নিন। এর মধ্যে মাখন, ক্যাপ্সিকাম ও পেয়াজ কুঁচি দিয়ে দিন।

এবার পুরো মিশ্রণটি ওভেনে দিয়ে দিন। এক মিনিট পর্যন্ত রাখুন। এরপর বের করে মিশ্রণটির মধ্যে স্বাদমতো লবণ, জিরা, গোলমরিচ, চাট মশলা গুড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

সবশেষে এক চা চামচ লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন মজাদার ভুট্টা চাট।