• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৫:১৬ পিএম

মাস্ক পরেই হোক ঈদের মেকআপ

মাস্ক পরেই হোক ঈদের মেকআপ

করোনার মধ্যেই হচ্ছে ঈদ উদযাপন। ঈদের আনন্দের সঙ্গে সুরক্ষার বিষয়টিও মনে রাখতে হবে। ঈদে নতুন পোশাক কিনেছেন। সেই সঙ্গে মানানসই মাস্কও কিনেছেন। নতুন পোশাকের সঙ্গে মেকআপও করবেন। এর ওপর মাস্ক পরবেন। ভাবছেন, কীভাবে মাস্ক পরে মেকআপ ঠিক থাকবে! তাই না। সবকিছুই করতে হবে একটু গুছিয়ে।

ছোট-বড় যেকোনো মেয়েই সাজতে পছন্দ করেন। ঈদের সকালে গোসল দিয়েই নতুন জামা পরে মেকআপে বসে যান। কিন্তু সময় ও পরিশ্রম দিয়ে সেজে যদি মাস্ক পরার সব নষ্ট হয়ে যায়, তবে মন তো খারাপ হবেই।  করোনাকালে মাস্কই সব সময়ের সঙ্গী। অথচ ঈদ বা উৎসবে মেকআপ ছাড়াও চলে না। ছোট কিছু বিষয় মাথায় রাখলেই পাবেন সমাধান।

ঈদে মাস্ক পরে মেকআপ কীভাবে ঠিক রাখবেন, এ বিষয়ে কিছু টিপস জানাব আজকের আয়োজনে।

  • মাস্কের নিচে হালকা মেকআপ করুন। গরমে ঈদ হালকা মেকআপই মার্জিত করে তুলবে আপনাকে। খুব বেশি ভারী মেকআপ করলে তা তাড়াতা়ড়ি নষ্ট হয়ে যায়। 
  • মাস্ক পরলে আপনার বেস মেকআপ ভাল করে বসিয়ে নিন। সেটিং স্প্রে ব্যবহার করুন। স্প্রে করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বেস মেকআপের সময় ব্যবহার করা স্পঞ্জে সেটিং মিস্ট স্প্রে করে নিতে পারেন।
  • মাস্ক পরার পর চোখটাই দেখা যাবে। তাই চোখের মেকআপ যত্ন নিয়ে করুন। কনসিলার দিয়ে চোখের তলার কালি ঢেকে দিতে পারেন। চোখের সাজে রঙের দারুণ ছোঁয়া থাকতে পারে। পোশাকের সঙ্গে মানানসই শ্যাডো ব্যবহার করুন।
  • মাস্ক পরলে সবচেয়ে বেশি বিপদে পরতে হয় লিপস্টিক নিয়ে। লিপস্টিক নির্বাচনের আগে দেখে নিন কোনটি ব্যবহার করছেন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এতে মাস্ক পরলেও নষ্ট হবে না। ক্রিম বা গ্লস হলে কাপড়ে ঘষা খেয়ে উঠে যাবেই।
  • লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কোনো লিপবাম লাগিয়ে নিন। ঠোঁট শুকিয়ে গেলে বেশি তাড়াতাড়ি লিপস্টিক উঠে যায়।
  • লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। অনেকেই হয়তো জানেন না, লিপলাইনার ব্যবহার করলে লিপস্টিক দীর্ঘ সময় স্থায়ী হয়।
  • ম্যাট লিপস্টিক নেই? গ্লসের কালারই ম্যাচ হচ্ছে? সে ক্ষেত্রে গ্লাসের লিপস্টিক লাগিয়ে এর ওপর সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার দিন। অনেকটা ম্যাটিফাই হয়ে যাবে। ব্রাশের সাহায্য়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন।