• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২২, ০২:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২২, ০৮:১৩ পিএম

মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
সংগৃহীত ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ দিন সকালে মক্কা ও মদিনায় অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

সোমবার ( ২ মে) সকালে মক্কা ও মদিনায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি উপস্থিত হয়েছিলেন।

মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন শেখ সালে বিন আবদুল্লাহ বিন হুমাইদ। 

মদিনায় মসজিদে নববীতে ঈদের নামাজে অংশ নেন শত শত মুসল্লি। এতে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল-ফায়সাল।

উভয় মসজিদের ইমাম বিশ্বজুড়ের মুসলিমদের ঈদ উপলক্ষ্যে অভিনন্দন জানান এবং রোজা, ইবাদত, দান ও ভালো কাজগুলো কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আরব নিউজ।

জাগরণ/জীবনযান/ধর্ম/কেএপি