• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ০৬:২৪ পিএম

কবিতা

ডেঙ্গু

ডেঙ্গু

 ডেঙ্গু নিয়ে তামাশা।আর না,আর না।
ডেঙ্গু জ্বর হলে কিন্তু
নেতা নেত্রী মানে না।
কে চেয়ারম্যান, কে মেয়র
ডেঙ্গু মশা বুঝে না।

কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার 
দেখে না, সে দেখে না।
কে নায়ক, কে নায়িকা 
বুঝে না সে,বুঝে না।


কে শিশু, কে অবুঝ 
মাফ কাউকে  করে না।
বলতে পারো কারো প্রতি
 ডেঙ্গু দয়া দেখায় না।

 নিজের  বাড়ি,প্রতিবেশী
স্বচ্ছ জল আর জমা পানি।
ডেঙ্গু জন্মায় যেখানে
সবাই কিন্তু সাবধান
ডেঙ্গু এখন সবখানে।

থাকুন সবাই সাবধানে
ডেঙ্গু কিন্তু সবখানে।