• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৩:৫০ পিএম

পরোয়ানা ছাড়া প্রার্থী-সমর্থকদের গ্রেফতার নয় : ইসি সচিব

পরোয়ানা ছাড়া প্রার্থী-সমর্থকদের গ্রেফতার নয় : ইসি সচিব

আগে জারি হওয়া পরোয়ানা ছাড়া আসন্ন ঢাকা দুই সিটি নির্বাচনের প্রার্থী বা সমর্থকদের গ্রেফতার করা যাবে না বলে নিদের্শনা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, কমিশন গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী আজ আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে যারা নির্বাচনের প্রার্থী বা সমর্থক তাদের যদি পূর্বে কোনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকে, তাহলে তাদের গ্রেফতার করা যাবে না। তবে নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সেক্ষেত্রে রাষ্ট্র বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন। সম্ভবত আমরা আগামী ২২ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করব, তখন তাদের আরো নির্দেশনা দেয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সব কিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এইচএস/একেএস

আরও পড়ুন