• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০২০, ০২:২৪ পিএম

করোনাকালে দেশের ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু করবে তায়কোয়ান্দো

করোনাকালে দেশের ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু করবে তায়কোয়ান্দো

আগামী ৩ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শুরু হবে তিন দিনব্যাপী আন্তঃজেলা তায়কোয়ান্দো প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে করোনা পরবর্তী সময়ে সবার আগে দেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন।

করোনা পরীক্ষা ছাড়াই শুরু হবে আন্তঃজেলা তায়কোয়ান্দো- এমনটাই জানিয়েছেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম। তবে বাকি সব স্বাস্থ্যবিধি মানা হবে। এবারের প্রতিযোগিতায় ১২ ইভেন্টে লড়বেন ১৪ জেলার ২০০ খেলোয়াড়।

মোনেস্ট্রেশনভিত্তিক হওয়ায় শুধু পুমসে ইভেন্টে অংশ নেবেন খেলোয়াড়রা। করোনার ছুটিতে অনলাইন প্রশিক্ষণ অব্যাহত থাকায় খেলোয়াড়রা স্কিল সমস্যায় পড়বেন না বলে জানিয়েছেন তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন। 

এসইউ